দুর্গাপূজা বা দুর্গোৎসব হল হিন্দু দেবী দুর্গার পূজাকে কেন্দ্র করে প্রচলিত একটি উৎসব। দুর্গাপূজা সমগ্র হিন্দুসমাজেই প্রচলিত। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্র মাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি। বাসন্তী দুর্গাপূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ।
২০২১ দুর্গা পুজা ক্যালেন্ডার
উৎসবের নাম |
ইংরেজি তারিখ |
বাংলা তারিখ |
বার |
মহালয়া |
৬
ই অক্টোবর, ২০২১ |
১৯
শে আশ্বিন, ১৪২৮ |
বুধবার |
মহাপঞ্চমী |
১০ই
অক্টোবর, ২০২১ |
২৩
শে আশ্বিন, ১৪২৮ |
রবিবার |
মহাষষ্ঠী |
১১
ই অক্টোবর, ২০২১ |
২৪
শে আশ্বিন, ১৪২৮ |
সোমবার |
মহাসপ্তমী |
১২
ই অক্টোবর, ২০২১ |
২৫
শে আশ্বিন, ১৪২৮ |
মঙ্গলবার |
মহাঅষ্টমী |
১৩ই
অক্টোবর, ২০২১ |
২৬
শে আশ্বিন, ১৪২৮ |
বুধবার |
মহানবমী |
১৪ই
অক্টোবর, ২০২১ |
২৭
শে আশ্বিন, ১৪২৮ |
বৃহস্পতিবার |
বিজয়া
দশমী |
১৫ই
অক্টোবর, ২০২১ |
২৮
শে আশ্বিন, ১৪২৮ |
শুক্রবার |
0 Comments